রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং কয়েক দিনের মধ্যে

পলাশ হোসেন, পাবনা
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০২৪, ১৭:১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়্যাক্টর কম্পার্টমেন্টে রিফুয়েলিং মেশিনের প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। রিয়্যাক্টর কোরে ডামি ফুয়েল লোডিংয়ের জন্য এটি সর্বশেষ ধাপ। কয়েক দিনের মধ্যেই ডামি ফুয়েল লোডিংয়ের পরিকল্পনা করা হয়েছে।

রিয়্যাক্টর কোরে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোড এবং কোর থেকে ব্যবহৃত জ্বালানি বের করে আনার জন্য ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিফুয়েলিং মেশিন। ৬০ টন ওজনের মেশিনটি ফুয়েল পুল রিয়্যাক্টর পিটের উপরে অবস্থিত। এটির যান্ত্রিক অংশে রয়েছে ব্রিজ, ট্রলি এবং সার্ভিস এরিয়া।

এ ছাড়াও এই মেশিনে অন্তর্ভুক্ত রয়েছে একটি কনট্রোল এবং একটি মনিটরিং সিস্টেম, যার মাধ্যমে দূরবর্তী স্থান থেকে পারমাণবিক জ্বালানির ফুয়েলিং ও রিফুয়েলিং এবং ইনস্টলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং মনিটরিং করা হয়।

এটমটেকএনার্গো বাংলাদেশ শাখার পরিচালক ডেনিস মাজলভ প্রসঙ্গে বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনের ক্ষেত্রে রিফুয়েলিং মেশিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুয়েল এসেম্বলি নিয়ে এটির কাজ অত্যন্ত নিখুঁত হওয়া জরুরি। এ ক্ষেত্রে কোনো বিশেষ স্থানে অনুমোদিত ত্রুটি কোনোক্রমেই দুই মিলিমিটারের বেশি হবে না।’

ফুয়েল লোডিংয়ের জন্য রিফুয়েলিং মেশিনটিকে প্রস্তুত করতে কাজ করেছেন এটমটেকএনার্গোর বিশেষজ্ঞরা। রসাটমের ইলেকট্রিক পাওয়ার ডিভিশনের অংশ এই প্রতিষ্ঠানটি এনপিপি কমিশনিং, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বিতরণ স্থাপনা তৈরিতে বিশেষভাবে পারদর্শী।

বাংলাদেশের রূপপুরে রাশিয়ার আর্থিক কারিগরি সহযোগিতায় দুই ইউনিটের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ভিত্তিক প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ১ হাজার ২০০ মেগাওয়াট। রসাটম ইঞ্জিনিয়ারিং ডিভিশন প্রকল্পের জেনারেল কনট্রাক্টর এবং ডিজাইনার হিসেবে কাজ করছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাউজ বিল্ডিং ফাইনান্সের নতুন চেয়ারম্যান আব্দুল হালিম

বন্যাদুর্গত ইলেকট্রনিক্স পণ্যের গ্রাহকদের ফ্রি সার্ভিস দিবে ওয়ালটন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে স্ট্যান্ডার্ড ব্যাংকের এক কোটি টাকা অনুদান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

মেডিটারেনিয়ান শিপিং কোম্পানিকে ক্যাশলেস ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

ভারত থেকে ২ লাখ ৩১ হাজার পিস ডিম আমদানি

মাছ মাংস, দুধের দাম স্থিতিশীল রাখতে বিশেষ পদক্ষেপ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

এই বিভাগের সব খবর

শিরোনাম :