বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ  

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ২০:৩৫
অ- অ+

মুষলধারে চলা বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতেরিমেম্বারিং দ্য হিরোস বা বীরদের স্মরণ’ (Remembering the Heroes) কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদীর সুপার মার্কেট সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় সড়কের দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় মুষলধারে বৃষ্টি এলেও শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যায়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে তারা বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে প্রধান সড়কে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় তারা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সড়কে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান নেন এবং তাদের আজকের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে নিজ নিজ গন্তব্যে চলে যান।

আন্দোলনের সমন্বয়করা জানান, পুলিশ এখনো বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি করছে। মুঠোফোন চেক করে ছাত্রদের আটক করছে। রাতের বেলা বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের আটক করছে। অবিলম্বে এসব বন্ধ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন।

কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল চৌমুহনী কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সেখানে তারা দুই থেকে আড়াই ঘণ্টা অবস্থান নেয়। এসময় বিকল্প পথে যানবাহন চলাচল করে। বিকাল ৫টায় তারা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/০১আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামি দল: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা