খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ১০

খুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ১৭:২৯
অ- অ+

খুলনা বিশ্ববিদ‌্যাল‌য়ের (খুবি) সাম‌নে শিক্ষার্থী ও পু‌লি‌শের মধ্যে ব‌্যাপক সংঘর্ষ হয়েছে।

শুক্রবার বিকাল তিনটার দিকে এই সংঘর্ষ শুরু হয় । এ সময় প্রায় দশজন শিক্ষার্থী আহত হয়েছে। আটক করা হয়েছে দুই শিক্ষার্থীকে।

আহতদের বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে আটককৃতদের উদ্ধারের জন্য হরিণটানা থানার সামনে অবস্থান করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার শিক্ষার্থীদের পূর্ব নির্ধা‌রিত দু‌টি কর্মসূ‌চি ছিল। এক‌টি বৈষম্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের গণ মি‌ছিল ও দোয়া, অপরটি খুলনা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী‌দের প্রতিবাদী গান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটায় বৈষম্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের গ্রুপ‌টি নগরীর শিববা‌ড়ি মো‌ড়ে জ‌ড়ো হয়। পরে মি‌ছিল নি‌য়ে নিউ মার্কেট হ‌য়ে খুলনা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নে এসে খুলনা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী‌দের সঙ্গে মিলিত হয়।

এ সময় জি‌রো প‌য়েন্ট এলাকা থে‌কে পু‌লিশ টিয়া‌র‌শেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ ক‌রে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের বাধা উপেক্ষা করে শতশত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও জিরো পয়েন্টে অবস্থান করছে।

ঢাকাটাইমস/০২আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা