উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ১৮:৩৮| আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৯:০২
অ- অ+

কোটা সংস্কার আন্দোলনের নয় দফা দাবিতে সড়কে নেমে আসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গণমছিল করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ।

এদিন দুপুরে রাজধানীর উত্তরা জমজম টাওয়ার এলাকায় গণমিছিলে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরায় জমজম টাওয়ারের মোড় ও ১১ নম্বর সেক্টর মাইলস্টোনের সামনে সংঘর্ষ চলছে। বিকালের দিকে এই সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড চালিয়েছে।

উত্তরা ১১নং সেক্টর ১নং সড়কের ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে উত্তরায় পুলিশ ও শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদেরও দেখা গেছে। তারাও হাতে লাঠি নিয়ে নেমেছে জমজম টাওয়ার মোড়ে।

(ঢাকাটাইমস/০২আগস্ট/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা