জুরাইনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ-মিছিল করছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৩:০১| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৩:১৩
অ- অ+

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত শোকমিছিল কর্মসূচি বাতিল করে রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ-মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শনিবার সকাল ৯টা থেকে জুরাইন মাজার শরীফ পূর্ব গেইটে ফ্লাইওভারের নিচে নেতাকর্মীদের নিয়ে অবস্থান ও বিক্ষোভ মিছিল করছে ক্ষমতাসীন দলটি।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবার শোক মিছিলের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। একইদিন বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তেজনা বিরাজ করতে থাকে। তবে শেষ মুহূর্তে কর্মসূচি প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত শোক মিছিল বাতিল করে তারা।

শুক্রবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো বার্তায় জানানো হয়, শনিবার বিকালে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত শোক মিছিল হবে না।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা