রংপুরে ১০ শিক্ষার্থীর জামিন, ৮ জন কারামুক্ত

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৬:৩৭

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মহানগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ জন শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। এদের মধ্যে শুক্রবার সাড়ে রাত ১২টার দিকে আট শিক্ষার্থী কারামুক্ত হয়। বাকি দুইজন শনিবার যেকোন সময় মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

এর আগে শুক্রবার রাতে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক এফ এম আহসানুল হক আসামি ও বাদীপক্ষের আইনজীবীদের শুনানি শেষে জামিনের আদেশ দেন।

শিক্ষার্থীদের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী শামীম আল মামুন সাংবাদিকদের জানান, আমরা জামিনপ্রাপ্তদের পক্ষে জামিননামা দাখিল করেছি। জামিননামা কারাগারে পৌঁছেছে। ইতোমধ্যে ৮ জন শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছে। বাকি দু'জন শনিবার জেল থেকে মুক্ত হবে।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মাওবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আব্দুল্লা ইবনে জুবায়ের, মো. মহিন, আমির হামজা আমির, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহাম্মেদ রকি ও সৌরভ মিয়া।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে কারাগার থেকে শুক্রবার রাত এগারোটার পর আট জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি দুজনের কাগজ শনিবার আমাদের হাতে আসলে বাকি দুজন মুক্তি পাবে। এর আগে বৃহস্পতিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় কারাগারে ১৩ দিন থাকার পর মুক্তি পায় আলফি শাহরিয়ার মাহিম নামে এক শিক্ষার্থী।

কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :