বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৯:১২
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশের শহর-বন্দর। শুরুটা কোটা সংস্কার দিয়ে, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটাই দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগ চাইছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনে আগে থেকেই সমর্থন দিয়ে আসছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবার দেশের মানুষকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এক ফেসবুক পোস্টে জামাল লিখেন, ‘বাংলাদেশে আমার সকল মানুষের উদ্দেশে বলছি, আমি আপনাদের দেখছি এবং নজর রাখছি। আমি আপনাদের যন্ত্রণা অনুভব করছি। দোয়া করছি, আগামীতে ভালো দিন আসবে, ইনশাল্লাহ। বিভক্ত না হয়ে আসুন ঐক্যবদ্ধ হই।’

এর আগে এক ভিডিও বার্তায় জামাল বলেছিলেন, ‘ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।’

'ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পুড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে।'-যোগ করেন তিনি।

জামাল আরও বলেন, 'কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের দেখাই। তারা দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যিই ভালো লাগে।'

আরেক ভিডিও বার্তায় জামাল বলেন, ‘আমি চাই একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ। সহিংসতা কোনো উত্তর হতে পারে না। সহিংসতা আরও বেশি সহিংসতার জন্ম দেয়। আলোচনা করে সেরা সমাধান বের করাই একমাত্র উপায়। আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই। তবে সহিংসতার চেয়ে আলোচনা অনেক ভালো। সবারই পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আছে। কাছের কেউ আঘাত পেলে তা মেনে নেওয়া কঠিন। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাই লড়াই বাদ দিয়ে আলোচনা করতে হবে। ইনশাল্লাহ হয়ে যাবে। সহিংসতা থামান।’

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা