শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারী সংঘর্ষ, হাসপাতালে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:০৬ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১১:৩৯

এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্সসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজার শ্রমিকদের একটি দল লাঠিসোঁটা নিয়ে আন্দোলনে আসছিলেন। টিএসসিতে আনসার পুলিশ ব্যাটালিয়নের কয়েকজন সদস্যকে পেয়ে তারা ধাক্কাতে শুরু করেন। পরে তারা ক্ষমা চেয়ে সরে যান। মিছিলটি শাহবাগে পৌঁছালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢিল ছুঁড়তে শুরু করেন। এ সময় শাহবাগে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে পিজিতে ঢুকে যান। বিক্ষুব্ধ আন্দোলনকারী ও জনতা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালাচ্ছেন। সাড়ে ১১টা পর্যন্ত অর্ধশতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর থেকে বাদ যায়নি অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, ও মোটরসাইকেল। এছাড়া ভেতরে অগ্নিসংযোগ করার ফলে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

এদিকে সংঘর্ষের এই সময়ে পুলিশকে শাহবাগ থানার সামনে অবস্থান নিতে দেখা যায়। আন্দোলনকারী পুলিশের সামনে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন।

এর আগে, শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

শাহবাগে ব্যাটারিচালিত রিকশার নিচে পড়ে নারীর মৃত্যু

শাহজালাল বিমানবন্দরের নাম আবার জিয়ার নামে করার দাবিতে মানববন্ধন

মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ

সৌদি আরবে আটক ৮ প্রবাসীর মুক্তিতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চায় পরিবার

গণভবনে জাদুঘরের পাশাপাশি শহীদদের পরিবারের পুনর্বাসন চান আন্দালিব রহমান পার্থ

বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাজিদের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ

ডিএমপির ১৭ কর্মকর্তার পদায়ন

জবিতে সৈকতের ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এল’র প্রদর্শনী

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :