শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারী সংঘর্ষ, হাসপাতালে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্সসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজার শ্রমিকদের একটি দল লাঠিসোঁটা নিয়ে আন্দোলনে আসছিলেন। টিএসসিতে আনসার পুলিশ ব্যাটালিয়নের কয়েকজন সদস্যকে পেয়ে তারা ধাক্কাতে শুরু করেন। পরে তারা ক্ষমা চেয়ে সরে যান। মিছিলটি শাহবাগে পৌঁছালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢিল ছুঁড়তে শুরু করেন। এ সময় শাহবাগে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে পিজিতে ঢুকে যান। বিক্ষুব্ধ আন্দোলনকারী ও জনতা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালাচ্ছেন। সাড়ে ১১টা পর্যন্ত অর্ধশতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর থেকে বাদ যায়নি অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, ও মোটরসাইকেল। এছাড়া ভেতরে অগ্নিসংযোগ করার ফলে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
এদিকে সংঘর্ষের এই সময়ে পুলিশকে শাহবাগ থানার সামনে অবস্থান নিতে দেখা যায়। আন্দোলনকারী পুলিশের সামনে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন।
এর আগে, শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএম/ইএস)