সোম মঙ্গল বুধবার সাধারণ ছুটি, বন্ধ থাকবে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৮:৪০ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৭:২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনকে ঘিরে দেশে অস্থিরতার মধ্যে ৫, ৬ ও ৭ আগস্ট (সোম, মঙ্গল ও বুধবার) তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এসময় দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রবিবার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে আগামীকাল সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রবিবার বিকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যেকোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন।

অন্যদিকে সোম, মঙ্গল ও বুধবার (৫-৭ আগস্ট) সাধারণ ছুটিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে অস্থিরতার মধ্যে গত ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার) দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে আরও একদিন (মঙ্গলবার) সরকারি ছুটি বাড়ানো হয়।

তিন দিনের নির্বাহী আদেশের ছুটি শেষে গত ২৪ জুলাই থেকে সব সরকারি ও বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে। পরে রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

দেশের ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

প্রথমবারের মতো সেনাসদরে প্রধান উপদেষ্টা

মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়াদের তালিকা করছে সরকার

মুক্তির দিশারী মহানবীর আদর্শ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয়: প্রধান উপদেষ্টা

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা

সরকারের সংস্কার পরিকল্পনা জানতে আগ্রহী যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

ডিসেম্বরের মধ্যে ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :