সোম মঙ্গল বুধবার সাধারণ ছুটি, বন্ধ থাকবে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৭:২৪| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৮:৪০
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনকে ঘিরে দেশে অস্থিরতার মধ্যে ৫, ৬ ও ৭ আগস্ট (সোম, মঙ্গল ও বুধবার) তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এসময় দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রবিবার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে আগামীকাল সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রবিবার বিকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যেকোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন।

অন্যদিকে সোম, মঙ্গল ও বুধবার (৫-৭ আগস্ট) সাধারণ ছুটিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে অস্থিরতার মধ্যে গত ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার) দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে আরও একদিন (মঙ্গলবার) সরকারি ছুটি বাড়ানো হয়।

তিন দিনের নির্বাহী আদেশের ছুটি শেষে গত ২৪ জুলাই থেকে সব সরকারি ও বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে। পরে রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা