চাঁদপুরে দীপু মনির বাসভবনে ভাঙচুর-আগুন
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির বাসভবনে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় পেট্রোল দিয়ে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। রবিবার দুপুর আড়াইটায় শহরের নতুনবাজার এলাকার কদমতলাস্থ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় বাসভবনের নিচে থাকা দুটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটায় নতুনবাজার এলাকা থেকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনের নিচে দৌঁড়ে আসে। পরে বাসার নিচের পতাকা স্ট্যান্ড, পানির লাইনের পাইপ, একটি মটর সাইকেল, ২য় ও ৪র্থ তলার থাইগ্লাস ইটপাটকেল মেরে ভেঙ্গে ফেলে। তবে সেখানে দায়িত্বরত অবস্থায় পুলিশ থাকায় তারা আর ভেতরে প্রবেশ করনি। পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও ভাংচুর করে দূর্বিত্ত্বরা। পরে রাতে বাসভবনের নিচে থাকা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। তবে এ সময় বাড়িতে কেউ না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
(ঢাকাটাইমস/০৪আগস্ট/কেএম)