রণক্ষেত্র সুনামগঞ্জ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ০০:৩১

আন্দোলনকারী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকা। সংঘর্ষ চলাকালে চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রবিবার বেলা সাড়ে ১১টা থেকে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আন্দোলনকারীদের সঙ্গে বিপুল সংখ্যক বিএনপি ও জামায়েতের নেতাকর্মীরাও যোগ দেয়। আন্দোলনকারীরা পুরাতন বাস স্টেশনের বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের চেষ্টা করে। পরে আওয়ামী লীগেরই কিছু নেতা কর্মীর হস্তক্ষেপে বিএনপি অফিস রক্ষা পায়।

শুরুর দিকে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও এক পর্যায়ে রাজনৈতিক কর্মীরাই বেশি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুল পরিমাণ টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি ছুড়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের সেবিকা সুবর্ণা আক্তার জানান, গুলিবিদ্ধ ৬-৭ জনকে সিলেটে পাঠানো হয়েছে।

সরেজমিন জানা যায়, রবিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ী পয়েন্টে আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের তাড়িয়ে দেয়। পরে শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় আন্দোলনকারীরা পুলিশকে ফুল দিতে যায়। ফুল দিয়ে বরণ করার পর ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা।

এর মধ্যেই বিএনপি ও জামায়েতের কর্মীরা কালেক্টরেটের সামনের সড়ক থেকে মিছিল করে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে শহরের আলফাত স্কয়ারে যায়।

একই সময়ে আওয়ামী লীগ সমর্থকরাও মিছিল নিয়ে পুরাতন বাস স্টেশন এলাকার দিকে এগিয়ে যেতে থাকে। আন্দোলনকারীদের অনেকেই তখন বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করে।

বড় একটি অংশ আরপিননগর, জামতলা ও তেঘরিয়া সড়কের মুখে অবস্থান নেয়।

অপরদিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা পুরাতন বাস স্টেশনের লেগুনা-সিএনজি স্টেশন এলাকায় অবস্থান নেয়। আর পুলিশ অবস্থান নেয় পানসি হোটেলের সামনে।

সেখানেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আন্দোলনকারীরা তিন দিক থেকে আওয়ামী লীগ সমর্থকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আওয়ামী লীগ সমর্থকরাও আন্দোলনকারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুল পরিমাণ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। সংঘর্ষে সদর থানার ওসি সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরীসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

ঢাকাটাইমস/০৫আগস্ট/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সভা ভন্ডুল

বগুড়ায় আ.লীগ নেতাকর্মী ও সাংবাদিকসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

যোগদান করেই আইনশৃঙ্খলা স্বাভাবিক করার ঘোষণা দিলেন চাঁদপুরের ডিসি

সোনারগাঁয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস 

লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ 

বাগমারার আলোচিত সাবেক এমপি এনামুল গ্রেপ্তার

জেলখানার ভাইদের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি: সহকারী অ্যাটর্নি জেনারেল 

সাতক্ষীরায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ভেসে গেছে হাজারও মৎস্য ঘের 

সদরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :