আজ বন্ধ থাকবে ভারতীয় ভিসা কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ০৮:১১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন ঘিরে গতকাল সারাদেশে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত ১০৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সহিংসতাপূর্ণ পরিস্থিতির কারণে সোম, মঙ্গল ও বুধবার- এই তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এ পরিস্থিতির মধ্যে আজ সোমবার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ থাকবে।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে হাইকমিশনের অপর এক বার্তায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের চলাচল সীমিত এবং বাংলাদেশের ভেতরে কোথাও ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত পুলিশসহ ১০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
(ঢাকাটাইমস/০৫আগস্ট/এফএ)