যাত্রাবাড়ী থানায় আক্রমণ, গুপ্ত হামলা-গুলি, থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ১৭:৫৫
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী থানায় আক্রমণের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে গোটা যাত্রাবাড়ী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। থানা ও আশপাশের এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

যাত্রাবাড়ীর কুতুবখালী থেকে প্রত্যক্ষদর্শী ইহতেসাম রাসেল জানান, দুপুরের পর ছাত্র-জনতা মিছিল নিয়ে শাহবাগে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে মিছিল থেকে কিছু সংখ্যক বিক্ষোভকারী এগিয়ে গিয়ে যাত্রাবাড়ী থানায় আক্রমণ করে। তখন পুলিশ এলোপাতারি গুলি ছুড়তে শুরু করে।

এর আগে দুপুরে কুতুবখালী এলাকায় পুলিশের গুলিতে ৩ জন মারা গেছে বলেন ইহতেসাম রাসেল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে পাঁচটার দিকেও অজ্ঞাত জায়গা থেকে গোলাগুলি চলছিল। অনেকেই এই গুপ্ত হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। কারো মাথায়, কারো বুকে কিংবা কারো পিঠে হুট করেই গুলি লাগছে। অন্ত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এদিকে যাত্রাবাড়ী ছাড়াও রাজধানীর বংশাল, সূত্রাপুর ও বাড্ডা থানায় হামলার খবর পাওয়া গেছে। এসব থানায় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর ক্ষোভ থেকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা