মানিকগঞ্জে বিএনপির আনন্দ মিছিলে জনতার ঢল
বৈষম্যবিরোধী আন্দোলনের তোপে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় মানিকগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপিসহ সর্বস্তরের মানুষ। আনন্দ মিছিলটি শহীদ মিনার চত্বর থেকে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
আফরোজা খানম রিতা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর, সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো।’
এসময় তিনি তরুণদের উদ্দেশে আরো বলেন, ‘এই দেশ তরুণ, ছাত্র ও যুব সমাজের। তোমরাই এই দেশ নতুন করে গড়ে তুলবে। আমি আবারো বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না।’
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাংগঠনিক সম্পাদক এএফএম নূরতাজ আলম বাহার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, প্রচার সম্পাদক শামীম আল মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব মো. রকিবুল রহমান রাকিব, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ জেলা-উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।
(ঢাকা টাইমস/০৬আগস্ট/এসএ)