আরও ৫ রোহিঙ্গার লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৪
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় আরও পাঁচ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১৪ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হলো।
উপজেলার সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার অনুপ্রবেশকালে সমুদ্রে ডুবে যায়। এতে নিখোঁজ থাকা পাঁচ শিশুর মৃতদেহ গোলারচর সৈকতে ভেসে আসে। পরে স্থানীয়রা লাশগুলো উদ্ধার করে স্থানীয় একটি মসজিদে নিয়ে আসে।
খবর পেয়ে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকা স্বজনরা লাশগুলো নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান।
এর আগে টেকনাফের সাগর উপকূল থেকে শিশুসহ ৯ জনের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। তাদের মধ্যে তিনজন শিশু, চারজন নারী ও দুজন রোহিঙ্গা পুরুষ ছিলেন। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে।
টেকনাফ সদর ইউনিয়নের সিএনজি চালক নুরুল আমিন বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে ট্রলার ডুবে ৯ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া ট্রলারে ৩১ জন রোহিঙ্গা ছিল বলে জানা গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় ১৪ জনের লাশ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা বিজিবি হেফাজতে রয়েছে।
ঢাকাটাইমস/০৬আগস্ট/পিএস