যেখানে অনন্য অতিরিক্ত আইজিপি কামরুল আহসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ০১:৫২| আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৮:২৭
অ- অ+

সবাই যখন প্রাণ বাঁচাতে নিরাপদে সরে যেতে প্রস্তুত তখনো নির্ভার অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান। ছাত্র-জনতার রোষানলের ভয়ে যখন সবাই ভীত তখন তিনি মুখোমুখি হন ছাত্র-জনতার আলিঙ্গনের অপেক্ষায়। এখানেই তিনি অন্যদের থেকে অন্যন্য, ব্যতিক্রম।

তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা। রাজধানীতে কোটি মানুষের ঢল। পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন শেখ হাসিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দায়িত্ব নিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণও সম্পন্ন। বিজয় উৎসব চারদিকে। আন্দোলনে জয়ী মানুষের বাঁধভাঙা স্রোত অলি-গলি, পাড়া- মহল্লায়। রাজধানীর রাজপথ হয়ে ওঠেছে ছাত্র-জনতার বিজয়ের ক্যানভাস। লাখো মানুষ তখন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে। পুলিশের বড় বড়কর্তারা অফিসে আটকা।

তারা ভীত সন্ত্রস্ত। তাদের উদ্ধারে এসেছে হেলিকপ্টার। গন্তব্য তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর। ওই দলে ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি (এসবি প্রধান) মনিরুল ইসলাম, পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার এবং অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার। পুলিশ হেড়কোয়ার্টারের হেলিপ্যাড থেকে তাদের বহনকারী কপ্টার আকাশে উড়লো। কিন্তু একজন কর্মকর্তা তখনো অফিসে। তিনি অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান। বিশ্বস্ত সূত্রের খবর কামরুল শেষ পর্যন্ত রিকশা করে বাসায় ফিরেন।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
চট্টগ্রামে সদর ইউনিট নির্বাচনে আওয়ামী প্রার্থীদের পক্ষ নেয়ার অভিযোগ রেজিস্ট্রারের বিরুদ্ধে
স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা