জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টানোর চেষ্টা

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ০৯:৩৫

জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের চেষ্টা করেছেন কিছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের নামফলকের ওপর সাদা কাপড় টানিয়ে দিয়েছেন তারা। সেখানে লাল কালিতে লেখা হয়েছে ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে দিনগত রাত তিনটার দিকে ওই ব্যানার টানানো হয়। পাশাপাশি গুগল ম্যাপেও নাম পরিবর্তন করে দেন শিক্ষার্থীরা। এর আগে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকা সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘স্বৈরাচারের মায়ের নামে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে না। তাই রাতেই আমারা কাপড়ে বিশ্ববিদ্যালয়ের নতুন নাম লিখে দিলাম। আশা করি, এই নামেই দেশসহ বিশ্ববাসীর কাছে সুনামের সঙ্গে পরিচিত হয়ে উঠবে আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়।’

অন্যদিকে সামাজিকমাধ্যমে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের নামকরণের দাবি তুলে ধরছেন শিক্ষার্থীরা। তার মধ্যে একজন ব্যবস্থাপনা বিভাগের শাকিল খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের নাম ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এসএম ইউসুফ আলী বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে কি না, এ ব্যাপারে কিছু জানি না।’

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :