বাংলাদেশ নিয়ে গুজব না ছড়াতে সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১৩:২৪| আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৩:২৭
অ- অ+

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে কোনওরকম উত্তেজনা যাতে না ছড়ায়, তা নিশ্চিত করতে ফেসবুকের মতো সামাজিকমাধ্যমে কড়া নজর রাখছে পশ্চিমবঙ্গ পুলিশ৷ ইতোমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদ্বেষমূলক বা উস্কানিমূলক পোস্ট করার জন্য প্রায় ২৫০ জনকে ফোন করে পোস্ট ডিলিট করানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে৷

কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার থেকে বাংলাদেশে উত্তেজনা শুরুর পর থেকেই এ শহরের অনেক বাসিন্দাই ফেসবুকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন পোস্ট করতে থাকেন৷ যার মধ্যে অনেক পোস্টই বিদ্বেষমূলক এবং অশান্তিতে উস্কানি দিতে পারে। মঙ্গলবার এই রকম পোস্টদাতা ২৫০ জনকে সরাসরি ফোন করে অবিলম্বে তাদের পোস্ট ডিলিট করতেও নির্দেশ দেওয়া হয়৷

এদিকে মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন৷

বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানান, কোনোভাবেই বাংলাদেশ নিয়ে যেন কেউ কোনো উস্কানিমূলক পোস্ট বা মন্তব্য না করতে পারে৷ যেহেতু বাংলাদেশের সঙ্গে এ রাজ্যের দীর্ঘ সীমান্ত রয়েছে, তাই সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে বাড়তি সতর্কতা ছাড়াও সামাজিমাধ্যমেও কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন পুলিশকে৷

সূত্র: নিউজ১৮

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা