কুবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:২৮ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১২:২০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কোটা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভাপতি সভা শুরু করেন।

সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ড. মোহাম্মদ সোলায়মান, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো— অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু ও আবাসিক হলসমূহ খুলে দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানানো, জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পরিষদ পরিচালনার জন্য একটি নির্বাহী কমিটি গঠন করা এবং নির্বাহী কমিটির মাধ্যমে ঐক্য পরিষদের সকল কার্যক্রম পরিচালিত হওয়া, বঞ্চিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নিমিত্তে একটি সেল গঠন করা, কেউ যাতে কোনো বিশৃঙ্খলা ও হঠকারিতা করতে না পারে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যদি কোথায়ও আক্রান্ত কিংবা হয়রানির শিকার হয় তাদেরকে সহায়তা ও নিরাপত্তা প্রদানের জন্য একটি সেল গঠন করা, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তরটি পুনঃস্থাপন করা, কোটা আন্দোলনে সকল শহীদের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা।

(ঢাকা টাইমস/০৮আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :