মাকে নিয়ে আবেগঘন পোস্ট পুতুলের 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১২:১৪| আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৩:২৩
অ- অ+

গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বলেন, এই কঠিন সময়ে ‘মাকে দেখতে ও আলিঙ্গন করতে’ না পারায় তার হৃদয় ভেঙে গেছে।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ বিষয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল।

এক্স পোস্টে পুতুল লিখেছেন, ‘আমার দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি, সেখানে প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে গেছে। আরও হৃদয়বিদারক যে, আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে ও আলিঙ্গন করতে পারিনি। আমি আরডি (বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক) হিসেবে আমার দায়িত্ব পালনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’

প্রসঙ্গত, সায়মা ওয়াজেদ পুতুল ২০২৩ সালের নভেম্বর ১ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছেন। কর্মসূত্রে তিনি বর্তমানে ভারতের রাজধানী নয়দিল্লিতে থাকেন।

এদিকে মায়ের পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই সংবাদমাধ্যমে একের পর এক প্রতিক্রিয়া জানিয়ে আসছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে জয় বলেন, কোটা আন্দোলন যে শেখ হাসিনা সরকারকে উৎখাতের দিকে গড়াবে, তা তারা কেউ ধারণা করতে পারেননি।

শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে দুই-একদিন আগে থেকে চিন্তাভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতিই ছিল না বলেও দাবি করেছেন জয়।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা