ড. ইউনূস ও আসিফকে অভিনন্দন জানাল বাফুফে
ছাত্র-জনতার আন্দোলনের পর গত সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গতকাল গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একইসঙ্গে নতুন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও অভিনন্দন জানিয়েছে বাফুফে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে বলেছে, ‘এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং আমরা ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাবাদী। ’
‘বাফুফে নতুন সরকারের আইনশৃঙ্খলা পুনঃস্থাপন, সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং আমাদের বন্ধুত্ববাদী সমাজে ঐক্য প্রচারের প্রতিশ্রুতিকে গভীরভাবে উৎসাহিত করছে। বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাফুফে নতুন প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।, যাতে আমাদের দেশে ফুটবলের বিকাশ ও প্রচার আরো এগিয়ে যায়।’
‘আমরা বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে খেলাধুলার মাধ্যমে অবদান রাখতে বাফুফে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বিশ্বাস করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমাদের যৌথ কাজগুলো নতুন উচ্চতায় পৌঁছাবে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, স্ট্যান্ডিং কমিটির সদস্যসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হয়।
বাফুফের দেওয়া আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদকে অভিনন্দন জানানো হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের সাফল্য কামনা করছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে শুভ কামনা!’
বৃহস্পতিবার ড. ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। রাত সোয়া ৯টার দিকে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।
(ঢাকাটাইমস/০৯ আগস্ট/এনবিডব্লিউ)