চুয়াডাঙ্গায় বাজার তদারকি শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা
দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মানুষকে সচেতন করা ও তাদের অধিকার রক্ষায় বাজার মনিটরিংয়ের কার্যক্রম হাতে নিয়েছে শিক্ষার্থীরা। এ কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বাজার তদারকি শুরু করেছেন তারা।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদকে সঙ্গে নিয়ে ফেরীঘাট রোডের বড় বাজার, নিচের বাজার, পাইকারি ও মুদি দোকান, কাঁচামালের আড়ত এবং মাছ ও মাংসের দোকানে এ অভিযান চালানো হয়।
শিক্ষার্থীদের পক্ষে এ অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (রুসাক) উপদেষ্টা মো. আব্দুল হাকিম, মোছাম্মৎ সোনিয়া আক্তার, মো. আব্দুল জব্বার নয়ন, সভাপতি মো. শরিফুল ইসলাম ও সহসভাপতি আবু সালেহ।
অভিযানে মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়।
শিক্ষার্থীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখতে নিয়মিত বাজার তদারকি করবে শিক্ষার্থীরা।
তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে ভোক্তা অধিকার রক্ষায় আজকের কর্মসূচি। আমরা আগামীতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকবো।
বাজার তদারকিকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বিপ্লব, মো. সাইফুর রহমান, প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, মো. মিয়াজান মোল্লা (শান্ত), মো. রিমন আলী, সহ-প্রচার সম্পাদক রাফিদ হাসান, কোষাধ্যক্ষ মো. সম্রাট, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আহসান হাবিব, মো. ইবনে সাইদ আশা, মো. আবির, মো. শিলন, মাহফুজুর রহমান ও আজিজুর রহমান প্রমুখ।
ঢাকাটাইমস/০৯আগস্ট/পিএস