অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন, সমর্থন অব্যাহত থাকবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ২০:০৪

ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিশ্বের নিকৃষ্টতম স্বৈরাচার এবং খুনি শাসকের পতনের পর বাংলাদেশে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ড. ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে আমরা তাদের স্বাগত জানাই৷ নতুন এই সরকারকে অভিনন্দন।’

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘বৈষম্য এবং শোষণমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন মানুষ দেখেছে এখন সেটা পূরণের সময়৷ নতুন সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে জনমনে স্বস্তি স্থাপন করতে যা প্রয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি৷ এই সরকারের প্রধান কাজ হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে কাজ করা৷ নির্বাচন কমিশনসহ মাঠ পর্যায়ের প্রশাসন, বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীতে প্রয়োজনীয় পরিবর্তন এবং সংষ্কার এনে এই সরকার দ্রুততম সময়ে একটি নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করবে বলে আমরা প্রত্যাশা করি।’

আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন ববি হাজ্জাজ।

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘নতুন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহ এবং নাগরিক সমাজের সাথে দ্রুতই একটি অর্থপূর্ণ সংলাপ শুরু করে নতুন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এমনটাই আমাদের প্রত্যাশা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই তরুণ সমন্বয়ক উপদেষ্টা হিসাবে মনোনীত হওয়ায় আমরা গর্বিত। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে গঠিত হওয়া এই সরকার বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবার সূচনা করুক এই দোয়া করছি৷ তাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/০৯আগস্ট/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সভাপতির ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুন ও হামলা দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ: মির্জা ফখরুল

গোপালগঞ্জে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, সাংবাদিকসহ আহত ৫০

শেখ পরিবারের বিরুদ্ধে যে বলতে গেছে তাকে নিরুদ্দেশ করে দিয়েছে: রিজভী

গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে: রব

অসীম আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না: আমিনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে জনকল্যাণে কাজ করতে হবে: জামায়াত সেক্রেটারি

ভারতের নীলনকশায় দেশের পোশাকশিল্পে অস্থিরতা: রাশেদ প্রধান

যারা দেশকে পুনরায় ফ্যাসিস্ট কাঠামোয় নিতে চায় তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে: সাকি

প্রতিনিধি সম্মেলনে দল গোছানোর তাগিদ এবি পার্টি নেতাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :