শেরপুরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
শেরপুরের নকলা উপজেলায় দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় নিহতের স্বজনেরা মরদেহ থানায় নিয়ে আসে। এর আগে শনিবার রাতে কোনো এক সময় উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে সড়কের পাশে দিহান স্টোরের ভেতরে এই ঘটনা ঘটে।
মৃত শফিকুল ইসলাম উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জানা য়ায়, শফিকুল দীর্ঘদিন ধরে বাড়ির পাশেই তার মালিকানাধীন দিহান স্টোরে মনোহারী সামগ্রী, ওষুধ ও বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মরদেহের শরীরে ও গোপনাঙ্গে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
শফিকুলের চাচা সাইয়িদ ইয়াহিয়া বলেন, শফিকুলের সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা পুলিশের কোনো কার্যক্রম না থাকায় নিরাপত্তার কথা ভেবে শফিকুল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়ে। পরে কে বা কারা রাতের আঁধারে দোকানে ঢুকে তাকে নির্মমভাবে খুন করে টাকা-পয়সা নিয়ে চলে যায়। সকালে ক্রেতাদের ডাকচিৎকারে দোকানে এসে ঘটনা জানতে পারি।
টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় শফিকুলের মরদেহ ভ্যানগাড়ি করে নকলা থানায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকা টাইমস/১১আগস্ট/এসএ)