শেরপুর কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ২১:৫০
অ- অ+

শেরপুর কারাগার থেকে লুট হওয়া একটি চায়না ৭.৬২ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আনসার সদস্যরা।

রবিবার বিকালে সেনাবাহিনীর কাছে উদ্ধারকৃত অস্ত্রটি হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার রাতে সদর উপজেলা পরিষদের গেটের বাম পাশে আবর্জনার স্তূপ থেকে সাদা বস্তায় মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

শেরপুর জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট রাশেদুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলা প্রশিক্ষক মনিরুল ইসলামের নেতৃত্বে ৫ জন সশস্ত্র ব্যাটালিয়ন আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেটি উদ্ধার করেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগসহ ভাঙচুর ও লুটপাট করে। এ সময় কারাগার থেকে কিছু সংখ্যক দুষ্কৃতকারী অস্ত্র ছিনিয়ে নেয়। ওইসব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো নিকট থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পের শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা