তারেক রহমানের প্রশংসা করে যা লিখলেন নির্মাতা ফারুকী

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১২:২১ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১২:০৩

লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ব্যাঙ্গাত্মক কার্টুন এঁকে সম্প্রতি পোস্ট করেন কার্টুনিস্ট মেহেদী হাসান। সেটি আবার তারেক রহমান তার ফেসবুকে পোস্ট করে কার্টুনিস্টদের ফের কার্টুন আঁকার আহ্বান জানান।

এ ঘটনা মুগ্ধ করেছে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। তিনি তারেক রহমানের মানসিকতার প্রশংসা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সোমবার দেওয়া ওই পোস্টে তারেক রহমানের পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘ঠিক আছে, আমি এখন স্বস্তি বোধ করতে পারি?’

নির্মাতা ভক্তদের মনে করিয়ে দেন- ‘আমি ‘৪২০’ ধারাবাহিক বানিয়েছিলাম। যেটা বিএনপি সরকারের ২০০১ থেকে ২০০৭-এর মেয়াদকালীন সময়ে ছিল। ‘৪২০’ ছিল মোশাররফ করিমকে নিয়ে তৈরি করা সে সময়ের বহুল আলোচিত একটি ধারাবাহিক নাটক। যেটা দেশের রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে।’

সে কারণে তারেক রহমানের কাছ থেকে কার্টুনিস্টদের জন্য আবারও এমন এক বার্তাকে বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন ফারুকী। সেটা উল্লেখ করে নির্মাতা লিখেছেন, ‘যাই হোক, এটি একটি সুন্দর, খোলামেলা এবং স্মার্ট পোস্ট। আমাদের সকলের উচিত এটাকে সাধুবাদ জানানো এবং সতর্ক থাকা।’

এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দেন ফারুকী। এছাড়া ছাত্র-জনতার এক দফা দাবিতে সংগঠিত অসহযোগ আন্দোলনের পক্ষেও ছিলেন। শেখ হাসিনা পদত্যাগ করার এক দিন আগেই তিনি ফেসবুকে পোস্ট দেন, ‘স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা।’

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :