গাজীপুর প্রেসক্লাবের সভাপতি টিটু, সম্পাদক রিপন 

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৩:৩০| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৪:০৩
অ- অ+

গাজীপুর প্রেসক্লাবের ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামছুল হক রিপন।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার বেলাল হোসেন আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন (দৈনিক দিনকাল), সহ-সভাপতি মো. রেজাউল বারী বাবুল (দৈনিক সংগ্রাম/দৈনিক বর্তমান), যুগ্ম-সম্পাদক হাসমত আলী (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল (দৈনিক মুক্ত বলাকা), কোষাধ্যক্ষ মিলটন খন্দকার (সময়ের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান (ইনডিপেনডেন্ট টেলিভিশন/কালবেলা), দপ্তর সম্পাদক হাসিব খান (ডেইলি ফাইনান্সিয়াল পোস্ট/ দৈনিক আমাদের অর্থনীতি), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক আব্দুল গাফফার (ঢাকা টাইমস)।

নির্বাহী সদস্যরা হলেন— মো. খায়রুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন/বৈশাখী টেলিভিশন), মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), মো. আমিনুল ইসলাম (দেশ রূপান্তর), মো. রুহুল আমিন সজীব (দৈনিক খবর), মো. মনিরুজ্জামান (সাপ্তাহিক ভাওয়াল), মো. দেলোয়ার হোসেন (দৈনিক ইনকিলাব) ও মো. জহিরুল ইসলাম (দৈনিক আমাদের কণ্ঠ)।

প্রধান নির্বাচন কমিশনার জানান, গত ১৪ জুলাই গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪৫ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার শেষে ওই ১৭ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়।

(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পার্টি জাতীয় বেইমান: ফারুক
চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় আশ্রয়ণের ১৬০টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা