রেঞ্জ ডিআইজি ও অতিরিক্ত আইজি সরানো শুরু, বদল হবে জেলা এসপিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৫:৫৬

পুলিশ বিভাগকে ঢেলে সাজানো তথা পুনর্গঠনের অংশ হিসেবে সব রেঞ্জ ডিআইজি, ৬৪ জেলার পুলিশ সুপার এবং সব মহানগর পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদের সরানোর পর সেখানে কাদের নিয়োগ দেওয়া হবে, তৈরি হচ্ছে সেই তালিকাও।

অতিরিক্ত আইজিপি হিসেবে যেসব কর্মকর্তা পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান হিসেবে আছেন তাদেরও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ সরানো হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরী ও সিআইডির প্রধান মোহাম্মদ আলীকে। এ ছাড়া বদলি করা হয়েছে আট অতিরিক্ত ডিআইজিকে।

আজ সরিয়ে দেওয়া হলো রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেনকে। তাকে অবসরে পাঠানো হয়েছে।

পুলিশে পুনর্গঠনের অংশ হিসেবে এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে মাইনুল হাসানকে নতুন কমিশনার করা হয়েছে। অন্যান্য মহানগর পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আসছে শিগগির।

শেখ হাসিনা সরকারের আমলে পুলিশের বিভিন্ন ইউনিটে যেসব কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন, পুলিশে পুনর্গঠন কাজ ঠিকঠাক করতে হলে তাদের সরিয়ে দেওয়ার বিকল্প নেই বলে জানায় পুলিশ সূত্র। পুলিশ প্রশাসন থেকে এই বার্তা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারকে।

অধস্তন পুলিশ সদস্যদের নেতৃত্বে যে কর্মবিরতি ও বিক্ষোভ হয়েছে, এর পেছনে শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তার ইন্ধন রয়েছে, বলছেন অনেকে। পুলিশের সব রেঞ্জ ডিআইজি, সব মহানগর পুলিশ কমিশনার, বিভিন্ন বিভাগ ও শাখার প্রধানসহ ৬৪ জেলার পুলিশ সুপারকে বদলি করার এটাও একটা কারণ। শুধু বদলি নয়, উচ্চ পর্যাখয়ের কোনো কোনো কর্মকর্তার বিরুদ্ধে চাকরি থেকে অব্যাহতিসহ নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।

ছাত্র-জনতার আন্দোলনে ব্যাপক পুলিশ সদস্যের হতাহতের ঘটনায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবসহ কিছু পুলিশ সদস্যকে দুষছেন মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা। তারা বলেন, ছাত্র-জনতার ওপর তারা যে গুলি চালিয়েছেন, তা উপরের নির্দেশে। চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে গুলি করতে বাধ্য করেন তারা। পুলিশের আজকের এই করুণ পরিণতির জন্য ওই কর্মকর্তাদের দায়ী করছেন তারা। কিন্তু সেই কর্মকর্তারা সরে গেছেন নিরাপদে।

নিজেদের নির্দোষ দাবি করে মাঠপর্যায়ের একাধিক পুলিশ সদস্য বলেন, তারা ওপরের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। দোষ যদি হয়ে থাকে, সেটা পুলিশের সিনিয়র কর্মকর্তারা করেছেন। ওই পুলিশ কর্মকর্তাদের বিচারের পাশাপাশি পুলিশের সংস্কার দাবি করেন তারা।

এদিকে ডিএমপিতে শুরু হয়েছে বদলি। ইতিমধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তা এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :