স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাপার বাবলার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৮:৩৫ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৮:১৯

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির একাংশের সিনিয়র কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসে গিয়ে সাক্ষাৎ করেন বাবলা। এসময় বাবলার সঙ্গে ছিলেন এরশাদ সরকারের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় আবু হোসেন বাবলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ড. ইউনূসের মতো বিশ্বনন্দিত একজন ব্যক্তিত্বকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করায় বাংলাদেশের ভাবমূর্তি যেমন বিশ্ব দরবারে অনেকগুণ বেড়ে গেছে, তেমনি সংকট কাটিয়ে দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে স্থান দেওয়াকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বাবলা বলেন, এর মধ্যে দিয়ে আমাদের মেধাবী সন্তানরা তাদের মেধা দিয়ে দেশকে নেতৃত্ব দিয়ে অনেক দূর নিয়ে যেতে পারবে।

এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবলা বলেন, আমাদের পার্টির কিছু বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। এছাড়া দলীয় বিভিন্ন বিষয় আমরা তাকে অবহিত করেছি। তিনি আমাদের সব কথা শুনেছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সভাপতির ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুন ও হামলা দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ: মির্জা ফখরুল

গোপালগঞ্জে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, সাংবাদিকসহ আহত ৫০

শেখ পরিবারের বিরুদ্ধে যে বলতে গেছে তাকে নিরুদ্দেশ করে দিয়েছে: রিজভী

গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে: রব

অসীম আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না: আমিনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে জনকল্যাণে কাজ করতে হবে: জামায়াত সেক্রেটারি

ভারতের নীলনকশায় দেশের পোশাকশিল্পে অস্থিরতা: রাশেদ প্রধান

যারা দেশকে পুনরায় ফ্যাসিস্ট কাঠামোয় নিতে চায় তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে: সাকি

প্রতিনিধি সম্মেলনে দল গোছানোর তাগিদ এবি পার্টি নেতাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :