মানিকগঞ্জে ট্রাফিক পুলিশদের ফুল দিয়ে বরণ শিক্ষার্থীদের

মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিলেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টার দিকে শহরের খালপাড় এলাকায় কৃষ্ণপুর মানবিক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।
এসময় ট্রাফিক পুলিশের পরিদর্শক মেরাজ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, দেশের চলমান সংকটে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা সড়কে যানজট নিরসনে কাজ করেছেন। ট্রাফিক পুলিশ পুনরায় কাজে যোগদান করায় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।(ঢাকা টাইমস/১৪আগস্ট/এসএ)

মন্তব্য করুন