ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন অভিষেক

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ১৪:০৬
অ- অ+

কয়েক মাস ধরে চর্চায় বলিউডের তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের দাম্পত্য জীবন। তাদের নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে। এ নিয়ে ইন্ডাস্ট্রি রীতিমতো তোলপাড়। তারকা জুটি মুখ না খোলায় তাদের নিয়ে ইচ্ছামতো খবর ছড়ানো হচ্ছে সামাজিক এবং সংবাদমাধ্যমে।

কিন্তু আর কত? নিজের দাম্পত্য জীবন নিয়ে অবশেষে মুখ খুললেন মেগাস্টার অমিতাভ বচ্চনের একমাত্র ছেলে অভিষেক বচ্চন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, একটি সাক্ষাৎকারে হাতে থাকা বিয়ের আংটি দেখিয়ে অমিতাভপুত্র বলেন, ‘আমি এখনো বিবাহিত।’

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অভিষেক বলেন, ‘এই বিষয়ে আমার কিছু বলার নেই। সবাই বিষয়টি নিয়ে একটু বাড়াবাড়ি করছেন। যেটা খুবই কষ্টের। বুঝতে পারছি, কেন আপনারা এমনটা করছেন। বিষয়টা এমন হয়েছে যে, আপনাদের কিছু গল্প বলতেই হবে। ঠিকই আছে, আমরা যেহেতু তারকা, আমাদের সহ্য করতেই হবে।’

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন কয়েক মাস ধরেই চলছে। সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যকে নিয়ে আলাদা যান। অভিষেক যান তার মা-বাবা-বোনের সঙ্গে। ওই ঘটনা তাদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো করে। অবশেষে সব পরিষ্কার করলেন অভিষেক।

২০০৭ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যা বচ্চনের। যার বয়স এখন ১৩ বছর। লম্বায় নিজের মা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেছে আরাধ্য। সব অনুষ্ঠানে মায়ের সঙ্গেই দেখা যায় এই তারকা-সন্তানকে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
শ্রমিকরাও চাঁদাবাজদের জুলুমের শিকার: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা