পাবনায় আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

পাবনা পৌরসভা এলাকায় আদালতের স্থিতিবস্থা উপেক্ষা করে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট তসলিম হাসান খান সুইট নামের ওই ছাত্রদল নেতা জমি দখল নিয়ে নির্মাণ কাজও শুরু করেছেন।
বুধবার ভুক্তভোগী ব্যবসায়ী রইস উদ্দিন গণমাধ্যমকে বলেন, পৌরসভার অন্তর্গত দক্ষিণ রাঘবপুর মৌজার (মহিষের ডিপু মোড়ের ঢাকা রোডের পাশে) বায়নাকৃত রেজিস্ট্রার দলিল মূলে আমার সোয়া তিন কাঠা জমি রয়েছে। ওই জমির মালিকানা দাবি করে মৃত হবিবর রহমানের ছেলে তসলিম হাসান খান সুইট আমাদের সাথে বিবাদ সৃষ্টি করলে তাকে বিবাদী করে মামলা দায়ের করি। ২০২১ সালের ১২ জানুয়ারি আদালত উভয় পক্ষের বক্তব্য শুনানি শেষে জমির ওপর নিষেধাজ্ঞা (স্থিতাবস্থা) জারি করেন। যা এখন পর্যন্ত বলবত রয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন
রইস বলেন, দেশের বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে গত ৬ আগস্ট একদল দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে তসলিম হাসান খান সুইট জমি জবরদখল করে নির্মাণ কাজ করছেন। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমি পরিবার পরিজন নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান ব্যবসায়ী রইস উদ্দিন।
এ বিষয়ে কথা বলতে তসলিম হাসান খান সুইটের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ঢাকাটাইমস/১৪আগস্ট/জেবি/ইএস

মন্তব্য করুন