আত্রাইয়ে শিক্ষার্থীদের রংতুলির ছোঁয়ায় ‘শহীদ ফাহমিন গোলচত্বর’

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ১৪:৫২| আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৫:২৯
অ- অ+

নওগাঁর আত্রাই উপজেলায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ফাহমিনের নামকরণের সড়কে শিক্ষার্থীরা রংতুলির ছোঁয়ায় তৈরি করেছেন ‘শহীদ ফাহমিন গোলচত্বর’।

আত্রাই নদীর ওপর নবনির্মিত আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে তারা আপাতত রংতুলি দিয়ে ‘শহীদ ফাহমিন গোলচত্বর’ তৈরি করেছেন। এটি তৈরির মধ্যদিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ছাত্ররা।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ মো. আবু জাফর বাদশার ছেলে শেখ ফাহমিন টঙ্গী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে গত ১৮ জুলাই ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শহীদ শেখ ফাহমিন জাফর কোটা সংস্কার আন্দোলনে একজন প্রথম সারির শিক্ষার্থী ছিলেন। তিনি নিহত হওয়ার পরদিন ১৯ জুলাই তার নিজ গ্রাম উপজেলার তারাটিয়ায় তাকে সমাহিত করা হয়। এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় অর্জনের পর আত্রাইয়ে শহীদ ফাহমিনের স্মৃতি অম্লান করে রাখতে বিভিন্ন স্থানে তার নামে ফলক তৈরির দাবি উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় গত সোমবার আত্রাইয়ের শিক্ষার্থীরা রংতুলি দিয়ে আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে ‘শহীদ ফাহমিন গোলচত্বর’ তৈরি করেন।

এ ব্যাপারে ছাত্র অনিক, মেহেদী, আশিক ফায়সাল তারা জানান, আত্রাই উপজেলার বিভিন্ন রাস্তার যানজট নিরসনে এবং শহীদ ফাহমিনের স্মৃতি অম্লান করে রাখতে এখানে ‘শহীদ ফাহমিন গোল চত্বর’ তৈরি করা হয়েছে। এ স্থানে যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে স্থায়ী গোলচত্বর নির্মাণ অতীব জরুরি বলে মনে করেন উপজেলার সচেতন মহল।

(ঢাকা টাইমস/১৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে রেল অবরোধ
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা