সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ২২:০০

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দাবি জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে লাগাতার সন্ত্রাস করেছে। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই চোর বাটপারের দল আ.লীগকে অচিরেই নিষিদ্ধ করতে হবে।’

বৃহস্পতিবার বিকালে ঢাকা-১০ আসন (নিউমার্কেট, ধানমন্ডি, নিউমার্কেট ও হাজারীবাগ থানা) বিএনপির নেতাকর্মীরাদের নিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা ১০ আসনের বিএনপির মনোনীত সর্বশেষ প্রার্থী শেখ রবিউল আলমের নেতৃত্বে অবস্থান কর্মসূচী পরবর্তী শান্তি পদযাত্রায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

শান্তি পদযাত্রাটি বিকাল ৪টায় সাইন্সল্যাব থেকে শুরু হয়ে কলাবাগান, পান্থপথ মোড়, ধানমন্ডি ৩২ ও ধানমন্ডি ২৭ হয়ে শংকর বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয়।

এসময় ইশরাক বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে ছাত্রলীগ-যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিতে হবে।’

ঢাকা দক্ষিণ সিটির গত নির্বাচনে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘পুলিশকে পুনর্গঠন করতে হবে। দলবাজদের চাকরিচ্যুত করতে হবে। পুলিশের মনোবল যাতে বৃদ্ধি পায়, সে ব্যাপারে কাজ করতে হবে। পুলিশের ওসি, এসপি, ইউএনওসহ বিভিন্ন পদে রদবদল করতে হবে।’

ইশরাক আরও বলেন, ‘শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও দুচার জনকে গ্রেপ্তার করলেই হবে না, লিস্ট করে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এদেরকে আইনের আওতায় আনতে না পারলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা থাকবেই।’

বিএনপির এই তরুণ নেতা আরও বলেন, ‘যারা ব্যাংক, টেলিভিশন, প্রতিষ্ঠান দখল করছে; তাদের প্রতিহত করতে হবে। নিরাপত্তা বাহিনী থেকে সহায়তা নিয়ে নাশকতাকারীদের ধরতে হবে। আর খেয়াল রাখতে হবে, অভ্যুত্থানকারী বিপ্লবীদের দ্বারা যেন কোনোরকম সহিংসতা না হয়।’

ঢাকা-১০ আসনের বিএনপি নেতা শেখ রবিউল আলমের সঙ্গে একসাথে ঢাকাবাসীর পাশে মানবঢাল হিসেবে জনগনকে নিরাপদে রাখার জন্য সবসময় প্রস্তুত রয়েছেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইশরাক।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১০ আসনের বিএনপির সর্বশেষ ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমসহ ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মানুষ হত্যা ও লাশ পোড়ানোয় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই: গোলাম পরওয়ার

ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশি নাগরিক হত্যা করছে: ডা. ইরান

মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে ভাবছে রাজনৈতিক দলগুলো: আমীর খসরু

পূর্বাচলে হাসিনা-রেহানা পরিবারের ১০ কাঠার ৬ প্লট, বরাদ্দ বাতিলের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না ফেরা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেবে জামায়াত

চাঁদাবাজ-দখলদারদের ধরিয়ে দেওয়ার আহ্বান বিএনপিনেতা নীরবের

রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় খালেদা জিয়ার পক্ষে সময় মঞ্জুর

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সবসময় ‘প্রভুত্ব রাজনীতি’ করছে: মির্জা ফখরুল 

ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে যে হুঁশিয়ারি দিলেন ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :