মাদারীপুরে শহীদ রোমান বেপারীর নামে সড়কের নামকরণ 

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৪, ১৫:১৪| আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৫:২১
অ- অ+

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ রোমান বেপারীর নামে মাদারীপুর সদরে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। উপজেলার খাগদি বাসস্ট্যান্ড থেকে রোমান বেপারীর বাড়ি ভদ্রখোলা পর্যন্ত সড়কের নতুন নাম দেওয়া হয়েছে শহীদ রোমান বেপারী সড়ক।

নতুন রাস্তাটির উদ্বোধন করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ডের পাশে শাখা সড়কের সামনে ব্যানার টাঙিয়ে নামকরণের উদ্বোধন করা হয়।

এর আগে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ছাত্র-জনতা।

প্রধান অতিথি হিসেবে রাস্তাটির নামকরণের উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আসাদুর রহমান খান। এ সময় জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির কাজী আবুল বাশার, জেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা মোখলেসুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহমান সৈকত, সাধারণ শিক্ষার্থী, শহীদ রোমানের বাবা, একমাত্র কন্যা সন্তান ও স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে রোমান বেপারী শহীদ হন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা