ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৪, ১৪:৩৩| আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৫:১১
অ- অ+

দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কামনাশীষ শেখর (প্রথম আলো), জুবায়ের মল্লিক বুলবুল (যায়যায়দিন), মামুনুর রহমান মিয়া (ইনডিপেন্ডেন্ট টিভি), অরণ্য ইমতিয়াজ (দৈনিক দেশবাসীর বার্তা সম্পাদক), কাজল আর্য (কালের কণ্ঠ), সুমন কুমার রায় (বাংলানিউজ), সুমন খান বাবু (ডেইলি সান), এসএম আউয়াল মিয়া (বর্তমান), শফিকুজ্জামান মোস্তফা (এশিয়ান টিভি), মাসুদ রানা (চ্যানেল টোয়েন্টিফোর), পারভেজ হাসান (বণিক বার্তা), রেজাউল করিম (ঢাকা টাইমস), মোল্লা তোফাজ্জল (বিডি নিউজ), কাউছার আহমেদ (এখন টিভি) প্রমুখ।

বক্তারা বর্তমান পরিস্থিতিতে মিডিয়া হাউজের ওপর হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন। তারা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থানকারী দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দাবি জানান। যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণিত কাজ করার সাহস না পায়। উল্লেখ্য, সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে টেবিল, কম্পিউটার, এসি এবং বাইরে থাকা ১১টি গাড়ি, কাচের দেয়াল ও দরজা ভেঙে ফেলে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

(ঢাকা টাইমস/২২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা