উত্তরা থেকে মতিঝিল যাচ্ছে মেট্রোরেল, থামছে না দুই স্টেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৪, ০৯:২০| আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৫:২৩
অ- অ+

টানা ৩৭ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রোরেল। রবিবার সকাল থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী চলছে রাজধানীর এই বাহনটি। তবে দুই স্টেশনে থামছে না মেট্রোরেল। উত্তরা থেকে সোজা যাচ্ছে মতিঝিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন। তাই এই দুটি স্টেশনে আপাতত মেট্রোরেল থামবে না। সংস্কার না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীসেবা।

রবিবার পূর্বের সময়সূচি অনুযায়ী উত্তর থেকে মতিঝিল প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরার প্রথম ট্রেনটি ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে। চলবে রাত পর্যন্ত। উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেনটি ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ১৩ মিনিটে।

তবে সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুটিতে শুধু এমআরটি/রেপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। এছাড়া রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনগুলোতে শুধু এমআরটি/রেপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের কালো ধোঁয়া মেট্রোরেল পর্যন্ত ছড়িয়ে পড়ে।

জননিরাপত্তার স্বার্থে ওইদিন বিকাল সাড়ে ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। ওইদিন বিকালে দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা