পানিতে প্লাবিত নোয়াখালীর ১৪৩ কমিউনিটি ক্লিনিক 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ২১:১৪
অ- অ+

নোয়াখালীতে বন্যা ভয়াবহ রূপ নেওয়ার পর ১০-১২ ফুট পানির নিচে প্লাবিত হয়েছে সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার সবকটি এলাকা। আংশিক প্লাবিত হয়েছে সুবর্ণচর উপজেলার কয়েকটি এলাকা।

পানিতে প্লাবিত হয়েছে জেলার ১৪৩টি কমিউনিটি ক্লিনিক। যাতে ব্যাহত হচ্ছে ক্লিনিকগুলোর স্বাভাবিক কার্যক্রম।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কয়েক দিনের টানা বৃষ্টি ও ফেনী থেকে নেমে আসা বন্যার পানিতে প্লাবিত হয়েছে সদর উপজেলার দাদপুর, আন্ডারচর, কাদিরহানিফ, নেয়াজপুর, কবিরহাট উপজেলার নূর সোনাপুর, মজিদের হাট, উত্তর নিরঞ্জনপুর, বেগমগঞ্জ উপজেলার গোবিন্দেরখিল, রফিকপুর কমিউনিটি ক্লিনিক'সহ ১৪৩টি ক্লিনিক। যাতে ব্যাহত হচ্ছে ওইসব এলাকার সেবা কার্যক্রম।

সবশেষ মঙ্গলবার সকালে বন্যার পানিতে প্লাবিত হয় কবিরহাট উপজেলার পূর্ব শ্রীনদ্দি সিসি কমিউনিটি ক্লিনিকটি। যার ফলে ক্লিনিকটির সামনের একটি উঁচু সড়কে সেবা কার্যক্রম চালাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, বন্যার পানিতে জেলার সদরের ১১টি, কবিরহাটে ১২টি, কোম্পানীগঞ্জে ২৩টি, সেনবাগে ২০টি, সোনাইমুড়ীতে ৩৭টি ও বেগমগঞ্জ উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিক প্লাবিত হয়েছে। তবে বন্ধ নেই ক্লিনিকগুলো সেবা কার্যক্রম। ওইসব ক্লিনিকগুলোর আশপাশের উঁচু কোনো দোকান-বাড়ি বা জায়গায় অস্থায়ীভাবে কমিউনিটি ক্লিনিকের কাজ চালানো হচ্ছে। এছাড়াও ইউনিয়ন ভিত্তিক যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলোতে গিয়ে সেবা ও ওষুধ সরবরাহ করছে আমাদের স্বাস্থ্য কর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে স্ব স্ব ক্লিনিকে কাজ শুরু করা হবে।

(ঢাকা টাইমস/২৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা