আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ২২:২১| আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২২:৫০
অ- অ+

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সেক্রেটারি জয় শাহ। এর মাধ্যমে ইতিহাসে সর্বকনিষ্ঠ (৩৫ বছর) চেয়ারম্যান পেতে যাচ্ছে আইসিসি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব নেবেন জয় শাহ।

এতে আরও বলা হয়, গত ২০ আগস্ট বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্ক বার্কলে তৃতীয় মেয়াদের জন্য আবেদন করবেন না এবং চলতি নভেম্বরে তার মেয়াদের সমাপ্তিতে পদত্যাগ করবেন বলে জানান। এর পরই এই পদের জন্য মনোনয়ন আহ্বান জানায় সংস্থাটি। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। তবে জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়্যার হিসেবে নির্বাচিত হন তিনি।

এদিকে আইসিসি এই ঘোষণার পরপরই প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবো। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।’

প্রসঙ্গত, জয় শাহ একজন ভারতীয় ব্যবসায়ী এবং ক্রিকেট প্রশাসক। তিনি ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। তিনি ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি হন তিনি। এছাড়াও তিনি বর্তমানে এশিয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা