আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২২:৫০ | প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ২২:২১

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সেক্রেটারি জয় শাহ। এর মাধ্যমে ইতিহাসে সর্বকনিষ্ঠ (৩৫ বছর) চেয়ারম্যান পেতে যাচ্ছে আইসিসি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব নেবেন জয় শাহ।

এতে আরও বলা হয়, গত ২০ আগস্ট বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্ক বার্কলে তৃতীয় মেয়াদের জন্য আবেদন করবেন না এবং চলতি নভেম্বরে তার মেয়াদের সমাপ্তিতে পদত্যাগ করবেন বলে জানান। এর পরই এই পদের জন্য মনোনয়ন আহ্বান জানায় সংস্থাটি। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। তবে জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়্যার হিসেবে নির্বাচিত হন তিনি।

এদিকে আইসিসি এই ঘোষণার পরপরই প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবো। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।’

প্রসঙ্গত, জয় শাহ একজন ভারতীয় ব্যবসায়ী এবং ক্রিকেট প্রশাসক। তিনি ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। তিনি ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি হন তিনি। এছাড়াও তিনি বর্তমানে এশিয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :