ফেনীতে হেলিকপ্টারের মাধ্যমে সেনাবাহিনীর উদ্ধার ত্রাণ কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৪, ২২:২৮
অ- অ+

বন্যা পরিস্থিতি মোকাবেলায় বুধবার বাংলাদেশ সেনাবাহিনী সম্ভাব্য সব পন্থা অবলম্বনের মাধ্যমে উদ্ধার অভিযান ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। দ্রুততার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ১৬টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে ফেনী সদর, ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম, মধুগ্রাম সেনবাগ এলাকায় উদ্ধার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হেলিকপ্টারের মাধ্যমে ছয়জন মুমূর্ষু রোগীকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর ১৬ জনকে দুর্যোগপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নয় হাজার ২২৮ কেজি ত্রাণ, ৬৫০ লিটার বিশুদ্ধ পানি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি ফিল্ড হাসপাতাল ১৮টি মেডিকেল টিম বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা দিতে দায়িত্ব পালন করে যাচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর কার্যক্রম চলমান থাকবে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা