​​​​​​​ফেনীতে ভয়াবহ বন্যা: ৩ শিশুসহ নিহত ১৭, পরিচয় শনাক্ত ১২

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৪, ১১:৫৫
অ- অ+

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ১০জন পুরুষ, ৪ জন নারী ও ৩টি শিশু রয়েছে। নিহতদের ১২জনের পরিচয় শনাক্ত করা গেছে।

নিহতদের ১২ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি ৫ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একাধিক ব্যক্তি দাবি করে জানান তাদের স্বজনেরা এখনো নিখোঁজ রয়েছেন।

পরিচয় শনাক্ত হওয়া নিহতরা হলেন—পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭০), একই উপজেলার মধুগ্রামের দেলোয়ার হোসেন (৫০), ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামের শাকিলা (২২), উত্তর করইয়া গ্রামের বেলালের ছেলে কিরণ (২০), দক্ষিণ শ্রীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজু (২০), কিসমত বাসুড়া গ্রামের বাসিন্দা আবুল খায়ের (৫০), লক্ষ্মীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২), শনিরহাট গ্রামের নুর ইসলামের মেয়ে রজবের নেছা (২৫), সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মাহবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮), ছড়াইতকান্দি গ্রামের শেখ ফরিদের ছেলে আবির (৩), দাগনভূঞা উপজেলার উত্তর করিমপুর গ্রামের নুর নবীর ছেলে নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস) ও জয়লস্কর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭)।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাকি ৫জন হলেন ফেনী সদর উপজেলায় অজ্ঞাত ২ জন, ছাগলনাইয়া উপজেলার অজ্ঞাত এক মহিলা এবং দাগনভূঞা উপজেলার অজ্ঞাতনামা এক পুরুষ ও এক হিন্দু নারী। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী ও দানভূঞায় স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ডুবে যায় সদর উপজেলাও।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা শুরু রবিবার: যুক্তরাষ্ট্র
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা