সিরিজ জয় থেকে অল্প একটু দূরে বাংলাদেশ, প্রয়োজন আরও ৬৩

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৮| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৫
অ- অ+

বৃষ্টির শঙ্কা থাকলেও যথাসময়েই শুরু হয়েছে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা। তবে পঞ্চম দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম।

তবে এরপরেই শান্ত-মুমিনুলের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেছে টাইগাররা। এই জুটির অপরাজিত ৫২ রানে ভর করে দুই উইকেটে ১২২ রান করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ ও সিরিজ হারের লজ্জা দিতে টাইগারদের প্রয়োজন আর মাত্র ৬৩ রান। হাতে আছে আট উইকেট।

বৃষ্টির শঙ্কা ছিল। তবে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের বক্তব্য ছিল, ম্যাচ শুরু হবে যথাসময়ে। আর সেটাই ঠিক হলো। যথাসময়েই শুরু হয়েছে পঞ্চম দিনের খেলা। আজ (মঙ্গলবার) পঞ্চম দিনে আজ ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসান। শুরু থেকেই এই দুই ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন। তবে নিজদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা।

পঞ্চম শুরুতেই মির হামজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান জাকির হাসান। আউট হওয়ার আগে করেন ৩৯ বলে ৪০ রান। তার বিদায়ে ৫৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

জাকিরের বিদায়ের পর শান্তর সঙ্গে জুটি গড়েন সাদমন। তবে এই জুটিকে বেশিদূর আগাতে দেননি খুররম শেহজাদ। খুররম শেহজাদের বলে মিড অফে শান মাসুদের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাদমান ইসলাম। আউট হওয়া আগে করেন ৫১ বলে ২৪ রান। তার বিদায়ে ৭০ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।

৭০ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে বাংলাদেশ। এই জুটির অপরাজিত ৫২ রানে ভর করে দুই উইকেটে ১২২ রান করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ ও সিরিজ হারের লজ্জা দিতে টাইগারদের প্রয়োজন আর মাত্র ৬৩ রান। এর আগে রাওয়ালপিন্ডিতে আগের দিনের দুই উইকেটে ৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। তবে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ১৭২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। যার ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৮৫ রান। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তোলে টাইগাররা। কিন্তু এরপরে আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ থাকে। এর কিছু সময় পর শুরু হয় বৃষ্টি। যার ফলে নির্ধারিত সময়ের আগেই চতুর্থ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়াররা।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭২, ত্রাণপ্রার্থীদের ওপর হামলায় ক্ষোভ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার
সাতক্ষীরায় করোনা রোগী শনাক্ত  
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই, নগদ অর্থ-গাড়িসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা