কলেরায় বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে ৭১ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯
অ- অ+

২০২৩ সালে কলেরায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। যা ২০২২ সালের তুলনায় ৭১ শতাংশ বেশি। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নির্বাহী টেড্রোস আধানম গেব্রিয়েসুস বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, “সংঘাত, জলবায়ু পরিবর্তন, অনিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, দারিদ্র্য এবং বাস্তুচ্যুতির জেরে কলেরায় মৃত্যুহার বেড়েছে। কিন্তু নিরাময়যোগ্য রোগটি কাটিয়ে ওঠা সম্ভব যদি রোগী সঠিক চিকিৎসা পায়।”

এই সংক্রামক এবং প্রাণঘাতী রোগের জন্য দায়ী ভিব্রিও কলেরিয়া নামের একপ্রকার ব্যাকটেরিয়া, যা পানির মাধ্যমে ছড়ায়।

২০২৩ সালের কলেরা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তথ্য দিয়েছে ৪৫টি রাষ্ট্র। সেসবের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আফ্রিকার দেশগুলোতে কলেরা সংক্রমণের হার বেড়েছে শতকরা ১২৫ শতাংশ এবং মধ্যপ্রাচ্য ও এশিয়ায় এই রোগের প্রাদুর্ভাব কমেছে ৩২ শতাংশ।

ডব্লিউএইচও’র প্রতিবেদন অনুযায়ী কলেরায় মৃত্যুর সংখ্যা, ২০২০ সালের তুলনায় ২০২১ এ বেড়েছিল ১৩ শতাংশ, ২০২১ সালের তুলনায় ২০২২ এ বেড়েছে ৩৮ শতাংশ এবং সর্বশেষ ২০২২ সালের তুলনায় ’২৩ এ বেড়েছে ৭১ শতাংশ।

২০২৩ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, মালাবি, জিম্বাবুয়েসহ মোট ২২টি দেশে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়েছিল। এখন পর্যন্ত এই পরিস্থিতির তেমন উন্নতি ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে।

কলেরা প্রতিরোধের টিকা বিশ্বে মাত্র একটি কোম্পানি উৎপাদন করে। তাই অধিক দামের সঙ্গে সঙ্গে এর যোগানও অপ্রতুল। ঘাটতি মেটাতে অন্য কোম্পানিকে এগিয়ে আসার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/টিটি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে আহত আরও ২ জন
সিরাজগঞ্জে অস্ত্রসহ দুজন আটক
কক্সবাজারের চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা
নড়াইলে যুবকের রহস্যজনক মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা