জবিতে সৈকতের ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এল’র প্রদর্শনী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আদনান মাহমুদ সৈকত নির্মিত ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এল’ অভিষেক নাটকের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নাটকটির প্রথম প্রদর্শিত হয়। এই নাটকের মাধ্যমে বঙ্গতে অভিষেক হয় আদনান মাহমুদ সৈকতের। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম বঙ্গতে নাটকটি মুক্তি পাবে।
এই নাটকে আদনানের চরিত্রে পার্থ শেখ, জিনিয়া চরিত্রে মারিয়া হোসেন শান্ত, তারেক চরিত্রে হানিফ পালোয়ান, জেসমিন চরিত্রে তাসপিয়া ইসলাম, বন্ধু হিসেবে মুস্তাফিজ তোফা ও বাড়িওয়ালার চরিত্রে শফিকুল ইসলাম অভিনয় করেছেন।
পরিচালক আদনান মাহমুদ সৈকত ২০১৬ সাল থেকে কনটেন্ট নির্মাণের সঙ্গে জড়িত। তবে ২০২২ সালে তিনি প্রথম কনটেন্ট তৈরি করেন।
আদনান বলেন, ‘২০২২ থেকে ২০২৪, দুই বছর লেগেছে আমার একটা কমার্শিয়াল কাজ করতে। আমি অনেক খুশি, একটা ভালো টিম পেয়েছি, যাদের সাহায্যে কাজটি সুন্দরভাবে করতে পেরেছি। আশা করি সামনে আরও ভালো কোনো কাজ নিয়ে আসব দর্শকদের কাছে।’
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক বজলুর রহমান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভগের শিক্ষক রাগিব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/মোআ