অসুস্থ হয়ে পড়ায় কারাগারে পাঠানো হলো শাজাহান খানকে
অসুস্থ হয়ে পড়ায় রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী শাজাহান খানকে।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে অসুস্থ শাজাহান খানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
কারাগারে পাঠানোর আবেদনে বলা হয়, আসামি শাজাহান খানকে বিজ্ঞ আদালত গত ৬ সেপ্টেম্বর ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। উক্ত আসামি পুলিশ রিমান্ডে মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকাসহ পলাতক আসামিরা অত্র মামলায় জড়িত আছে মর্মে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে, যা মামলা তদন্তে সহায়ক হবে। আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আসামির নিকট প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইকালে পুনরায় পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। তাই তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামে এক কিশোর হত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি শাজাহান খানকে শুক্রবার সাত দিনের রিমান্ডে পাঠান আদালত।
গত ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/ইএস)