জাতীয় নাগরিক কমিটির সদস্য হলেন সালমান মুক্তাদির

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৬

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুহাম্মাদ মুক্তাদির।

রবিবার বিকাল ৫টার পর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সালমানসহ মোট ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটির আহ্বায়ক হিসেবে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হিসেবে আখতার হোসেন এবং মুখপাত্র হিসেবে সামান্তা শারমিনের নাম ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতার পাশে ছিলেন সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গঠনে কাজ করেছেন তিনি। তাকে রাজপথেও দেখা গেছে।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এসকে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :