রিশাদের পর টি-টেন লিগে এবার দল পেলেন বিজয়ও

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮

জিম আফ্রো টি-টেন লিগে প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেয়েছেন রিশাদ হোসেন। রিশাদের পর বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টটিতে দল পেয়েছেন এনামুল হক বিজয়ও। টাইগার ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বুলাওয়ো ব্রেভস জাগুয়ার্স। একই দলে আইকন ক্রিকেটার হিসেবে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

দ্বিতীয়বারের মতো হতে যাওয়া জিম আফ্রো টি-টেন লিগের এবারের আসর শুরু হবে ২১ সেপ্টেম্বর। জিম্বাবুয়ের হারারেতে আয়োজিত টুর্নামেন্টটি শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

টুর্নামেন্টটির প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এ দুজনসহ বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়ই টি-টেন লিগের সময় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা এবং টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন।

লেগ স্পিনার রিশাদ কিছুদিন আগেই বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন। টি-টেন লিগের হারারে বোল্টস তাকে ড্রাফটের বাইরে সরাসরি সই করে। রিশাদ আছেন বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ‘বি’–তে। দলটিতে আইকন ক্রিকেটার হিসেবে আছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম।

এনামুলকে বুলাওয়ে ব্রেভস দলে নিয়েছে বিদেশি খেলোয়াড়দের ‘সি’ ক্যাটাগরি থেকে। তার দলে ওয়ার্নার ছাড়াও আছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাফেট, শ্রীলঙ্কার আকিলা দনাঞ্জয়ারা। এই দলের কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ।

জিম আফ্রো টি-টেন লিগের প্রথম আসরে অংশ নিয়েছিল পাঁচ দল, এবার ছয়টি। নতুন যুক্ত হওয়া নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগোসের পাশাপাশি অন্য দলগুলো হচ্ছে বুলাওয়ে ব্রেভস, কেপ টাউন স্যাম্প আর্মি, ডারবান উলভস, হারারে বোল্টস ও জোবার্গ বাংলা টাইগার্স। গত আসরের ফাইনালে জোবার্গ বাফেলোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ডারবান কালান্দার্স।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :