জুলাই-আগস্টে হতাহতের তথ্য চেয়ে হাসপাতাল কবরস্থান ও ডিসিদের চিঠি দেবে তদন্ত সংস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৪| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৮
অ- অ+
ফাইল ফটো

ছাত্র-জনতার আন্দোলনে জুলাই ও আগস্টের আহত ও নিহতের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, কবরস্থান এবং সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই চিঠি গণমাধ্যমেও পাঠানো হবে।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের অবস্থা পরিদর্শন ও বক্তব্য গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, “আহতদের সবার পরিবার দ্রুত বিচার চেয়েছে। হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা হয়েছে তদন্ত সংস্থার। পরবর্তীতে সমস্ত তথ্য সংগ্রহ করা হবে।”

তদন্তের শুরুতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, “ছাত্র নেতাদের সঙ্গে শিগগিরই বসে তথ্য সংগ্রহ করা হবে।”

“তদন্ত কবে শেষ হতে পারে তার সময় নির্ধারণ করা কঠিন তবে তথ্য প্রমাণ তাজা থাকতেই একদিনও বেশি সময় নেয়া হবে না।” বলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বিচার প্রক্রিয়া দীর্ঘ হবে না জানিয়ে তিনি আরও বলেন, “এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।”

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা