চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৭

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নবাগত পুলিশ সুপার বলেন, চুয়াডাঙ্গার সার্বিক আইন-শৃঙ্খলা সহনশীল রাখার জন্য গণমাধ্যমকর্মীদের বিশেষ সহযোগিতা প্রয়োজন। পুলিশের প্রতি আস্থা ফেরানোর জন্য জেলার মানুষেরও সহযোগিতা প্রয়োজন। এছাড়া পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা ফেরাতে সবধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। জেলার একমাত্র অন্ধকার দিক ‘মাদক’ মুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, রিফাত রহমান (জিটিভি ও বণিক বার্তা), রেজাউল করিম লিটন (চ্যানেল টোয়েন্টিফোর), এফ.এ.আলমগীর (সংগ্রাম), মেহরাব্বীন সানভি (আজকের পত্রিকা), এম.এ.মামুন (৭১ টিভি), খাইরুজ্জামান সেতু (দেশ টিভি), আহসান আলম (ঢাকা টাইমস)।

অন্যদিকে জেলা পুলিশে পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।

(ঢাকা টাইমস/০৯সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :