জামালপুরে হাত-পা বাঁধা সেনা সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৭

জামালপুরের মেলান্দহে নিজ ঘর থেকে শাহিনা বেগম (৩৮) নামে এক সেনা সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনা বেগম দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী গ্রামের সেনা সদস্য মো. আব্দুস সালামের স্ত্রী এবং আদ্রা ইউনিয়নের আলাইপাড় গ্রামের মো. গুন্ধে শেখের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনা বেগম ডায়াবেটিসের রোগী ছিলেন। তাই তিনি প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করতেন। তবে বুধবার সকালে প্রতিবেশীরা শাহিনা বেগমকে বের হতে না দেখে খোঁজ নেওয়ার জন্য বাসায় গিয়ে ডাকাডাকি করতে থাকে। এতে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির সামনের গেইট ভেঙে শাহিনা বেগমের হাত-পা বাঁধা অর্ধনগ্ন নিথর মরদেহ দেখতে পায় তারা। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে সেনা-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। তারা ধারণা করছে পরিকল্পিতভাবে শাহিনাকে ধর্ষণের পর হত্যা করে মালামাল লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

(ঢাকা টাইমস/১১সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :